HTML

>

Sunday, 2 June 2013

বিদেশিনী




বিদেশিনী
সাইফুল ইসলাম--
দেখবে অরূপ রতন---
খেলা করে সপ্তশির সাথে
এখানে মায়াবি চাদঁ চেয়ে থাকে নক্ষত্রের পানে।
লুকোচুরি খেলে মেঘের আড়ালে।
ভাগা ভাগি করে মনের কথাগুলো—
যেমন তুমি করতে,
আদো বংলায়।
আমি বংলার তাই বুঝেনিতাম
ফেস বুকের প্রথম পাতায়।
দেখবে!
এখানে গ্রস্মের শেষে
দারুন ব্রষ্টিতে
কথা বলাবলি চলে
ডুমুর তলায়।
কখন বা একা পথচলা
কালোমেঘের অন্ধকারে
দূসর চারদিক।
লাল কামিজ আর কাল ছাতায়
এঁটে যাওয়া স্লিপার কাদায়-
তোমার বিরক্তীতে
আমার অন্য রকম ভললাগা তুমি জেনেছিলে।
হটাত বজ্র ধবনি,
ভয় আর হাসিতে,
তুমিও বলেছিলে—
কতো নাজানা কথা
সুধু পথ চলা কালো মেঘের অন্ধকারে।

No comments:

Post a Comment