তোমার ভালবাসা
------সাইফুল ইসলাম
হোগল বনের আড়াল থেকে দেখেছিলে বলে—
আমি আসি …এখানে;
একাটু হাসি
বিকেলের রোদে বসে থাকা ফসলের মাঠে
খোলা চুলে।
তোমার আমন্তন।
ভোর রাতে মাছ ধরতে গিয়ে কাদাপানি মাখা হেরিকেনে
তোমার ভালবাসা আমার কাছে আজও আছে।
সুধু তোমার টানে বার বার ছুটে চলা—
বেপারিদের দাড়ের শব্দে সকালের ঘুম ভাঙ্গা
চরাঞ্চলের পথ ধরে—
‘হেমন্তের’ গান সুনে একটু থেমেঃ
উত্তরের বাতাস,
তবু তোমার টানে পথ চলা।
বড় বড় তার খাম্বা
নদীর এপাড় থেকে ওপাড়ে,
শীতর আমেজ এখও লেগে আছে।
বিচিকলা গাছের পাতার ডানায়,
সাধা চুনায় -শীতের তিব্রতা আছে
তার পরেও তুমি আছ কাছে।
পুরনো জমিদার বাড়িতেঃ
ছেড়া কাথা সুকোতে দেওয়া—
তুলসী গাছের চার ধারে মটির সধ্য প্রলেপ
তোমার ভালবাসায় সিক্ত
এখনও তোমার টানে বার বার ছুটে আসি এখানে।
No comments:
Post a Comment