সব দুঃখ দুরদষ ঝেড়ে ফেলে –
এসোনা আনন্দের খেয়ায়।
আমি অচেনার চলন্ত সিড়িতে
্যাবে নাকি?
জেগে ওঠ—
দিগন্ত ডাকে হাতছানি দিয়ে
তরুনের পথে যাবে ওরা
ম্রিত্যু ভয় নেই তো!
কারো ম্রিতু কথা নেই তো মনে—
আরও সুন্দর, আরও সত্তের কাছে এসো।
বেচে থাকার অধিকার স্রষ্টিতে
বুঝনা!
এসোনা!
আবার হাটি—
যেখানে হয়নি যওয়া—
মুখেতে যেখানে ভাষা নেই
গভির আরও গভির—
বলা বলি চলে সুধুই মনেতে।
নাবলা কতো ভাষা
সুধুই ভালবাসাতে।
ভাষা নেই
No comments:
Post a Comment