HTML

>

Wednesday, 28 September 2016

সৃষ্টি

সৃষ্টি
-   সাইফুল ইসলাম
এই সুন্ধর শ্যমল ভূমি
এই থেমে থাকা কোলাহল
আমাকে সৃষ্টিতে নিয়েআসে।
আমি বেঁচে থা্কব বলে যত আয়োজন।
সুধু বলতে ইচ্ছে করে, কি সুন্ধর!
আজ বিকেলে আমি একা
এই সবুজে-
লতা ফুল দোল খায় কার্তিকের সন্ধ্যায়।
আমি আমাতে থাকব বলে এত আয়োজন।
সন্ধ্যাটা না হলে কেমন হতো।
আমি ভাবি আনমনে।
আর একটু বিকেল, একটু নিরবতা।

আমার বেচেথাকের  সৃষ্টি ও আমার আয়োজন।  

Tuesday, 27 September 2016

Friends

Bahar, Azim, Joseph and Shujan are class-mates. They are planning a vacation. In the vacation they want to enjoy themselves. Also they think what they should to do in the time. Azim wants to go visiting any place where they get more pleasure. Joseph’s think is the same and he says that he knows about an interesting place in an ad. In the same time Bahar wants to know where the add to look. It is fine place, it is Kuakata. It is the interesting place and all over the people in the world know about it. There has a picture of the sea-beach and the sun rise. It looks really fantastic. But Azim thought is different. He always wants to climb a mountain. Also he wants to go to the Chimbuk Mountains in Bangladesh. He asks question to other to go there. Shujan has idea about to visit to the Sunderbans. He says to the other friend that they can see some wild animals and can also take pictures of the forests and the sea. Bahar says that friends we do not go places in the same time and do all the things at a time. So, they should take a discussion to go a certain place. And they enjoy themselves properly in this time. 

Friday, 23 September 2016

স্বপ্ন

আমি হাঁটতে হাঁটতে পেয়ে যাব বলে, এই পথেই চলব চিরদিন।
আমি স্বপ্নের মাঝে পেয়েযাব বলে স্বপ্ন দেখব রাতদিন।
আমি ভালবাসায় পেয়েযাব বলে ভালবাসব আনাবিল।
আমি এভাবেই ভাবি, এটাই আমার চাওয়া।
আমি অন্যের মাঝে তমাকে দেখি, তাই অরাও তোমার মতো হয়েযায়।
আমি ভুলে যাই যখন তোমাকে সেখানে দেখিন।
আমি চলে আসি বলে, ওরা কষ্ট পায়।
আমি আর দেখতে পাইনা তোমাকে ওখানে।
আমি আবার তোমাকে দেখি, অন্যের অবয়বে।
আমি আমাতে এখনো বিভোর, আমি কল্পনায়-
আমি সিষ্টীতে মিশে আছি, আমি ছন্দে।
আমি তোমায় দেখেছি অনেক সময় সবুজেরমাঝে,
আমি চলে আসতে পারিনি আজও।
আমি দীর্ঘকখন সেখানেই তোমাকে দেখেছি।

আমি স্বপ্ন পেয়েছি, পেয়েছি তোমাকেও—
---সাইফুল ইসলাম

Saturday, 17 September 2016

Afternoon

In the afternoon, I take rest. I play with my younger brother. Most of the time, I watch YouTube in my computer. I like lot of cartoon in the Google. I read my text books. I put my books, Khata and diary in my school bag. Again I watch my favourite cartoons in my computer. After dinner, I brush my teeth and go to bed. 

Wednesday, 14 September 2016

আজ

প্রতিটা বড় বড় কম্পানি ইংলিশের উপর জোর দিচ্ছে। তাই তাঁরা তাঁদের ইমপ্লয়ারদের ইংলিশ শিখাচ্ছে। এ জন্য একজন ভাল শিক্ষককে নিয়োগ দিচ্ছে তাঁদের কর্মক্ষেত্র। 

Monday, 12 September 2016

ভালোবাসা

সুধু তোমার ভালোবাসা পেতে চায় মন।
তাই বার বার ফিরে আসি।
ওই উচু টাওয়ারে বসেও ভেবেছি।
তুমি অনেক কাছের, অনেক অনেক।
সব ভুলে আবার এসেছি।
বার বার আসতে চায় মন।
অনেক ভেবেছি—
সত্যিই তুমি অনেক আপনজন।
অনেক হেটেছি একা একা
সেখানেও দেখেছি  তোমাকে—
তুমি অনেক পরমধন।
সুধু তোমায় বার বার দেখতে চায় মন। 

স্বপ্ন

আজও স্বপ্ন আছে বলে
বিশ্বাস ও করি নিজেকে--
তোমাকেও সমান ভাবে

যে স্বপনের আর্কিটেক্ট।

আজ খুশিতে

আজ খুশিতে
তোমারেই পড়েমনে
তুমি আসবে বলে
মায়ের কত আয়োজন --
তুমি কি নায়ুরি হয়েছ চিরতরে?

আজ এ ঈদের খুশিতে। 

In Love

In Love
--- --Saiful Islam
Without love you will be mean
Turn to unknown from all nature
Got in frustration
Headrace attract you
When you fiend you spring
Look here and there affection
More time overlook making change childhood
Though sand gave you a dark and soft ray in winter
A deep relation would get from girl friend.
It who stood for you beside pond of village
In winter a red cloth turn to pail over fog
But think and think at night—
Whenever a modern song play far away loudly
My love might be same feeling and same thinking as like me.
How communication with her
As like me and my worm cloth and the dream light
At morning is walked to the way.
To see the whole dreamed before the sunset during the total day
Restless mind is given a thoughtful idea but in vain
Again the think more deeply something mistake
Yea, it is my great mistake! My love will be lost

The poorest life lead is not feet for her?