HTML

>

Wednesday, 28 September 2016

সৃষ্টি

সৃষ্টি
-   সাইফুল ইসলাম
এই সুন্ধর শ্যমল ভূমি
এই থেমে থাকা কোলাহল
আমাকে সৃষ্টিতে নিয়েআসে।
আমি বেঁচে থা্কব বলে যত আয়োজন।
সুধু বলতে ইচ্ছে করে, কি সুন্ধর!
আজ বিকেলে আমি একা
এই সবুজে-
লতা ফুল দোল খায় কার্তিকের সন্ধ্যায়।
আমি আমাতে থাকব বলে এত আয়োজন।
সন্ধ্যাটা না হলে কেমন হতো।
আমি ভাবি আনমনে।
আর একটু বিকেল, একটু নিরবতা।

আমার বেচেথাকের  সৃষ্টি ও আমার আয়োজন।  

2 comments: