IN PALING WITH SON OF SAIFUL
THANKING ABOUT THE COUNTRY AND COUNTRY MEN.
SAIFUL ISLAM & RIKKHO
RIKKHO WANT TO GO WITH ME IN DIFFERENT PLACES IN DHAKA CITY. HE IS MY SON. HE CAN OPERATE LAPTOP EASILY..
THANKING ABOUT THE COUNTRY AND COUNTRY MEN.
SAIFUL ISLAM & RIKKHO
RIKKHO WANT TO GO WITH ME IN DIFFERENT PLACES IN DHAKA CITY. HE IS MY SON. HE CAN OPERATE LAPTOP EASILY..
তুমি আসবে বলে
---সাইফুল ইসলাম
তুমি আসবে বলে—
সবাইকে আমন্তন জানিয়েছি—
জোয়ারের পানিতে পা রাখাবে তুমি
ফুট ফুট চরের মাটিতে
ফিনকি দিয়ে ওঠা পানিতে।
তোমার হাসি--
মিশেরবে বাংলার মাটিতে।
তুমি সেদিনের বিদেশিনি।
খালি পায়ে বংলার মাটিতে
তুমি আমার, একান্ত আমার’।
আমার মায়ের ফুল পরি—
ফাগুনের এই প্রথম বেলায়
চারদিকে নতুন পাতার অলৌকিক স্পন্দন।
আমি আপোন খেয়ালে
দিগন্তের দিকে চেয়ে থাকব।
বাটা আর ঢগরি মাছের সাথে খেলতে খেলতে
ডুবে যেওনা যেন?
ঈশিতা, সাহারা, রূপা ওরা থাকবে ওপারে—
কিছুটা অন্ধকার-
বসন্তের গন্ধ, পালতোলা নৌকা
নানা সৌরভে ভরে থাকা বাগান।
দেখ! সবকিছু তোমার জন্য
সাজিয়ে রেখেছি তুমি আসবে বলে।
তুমি আসবে বলে—
সবাইকে আমন্তন জানিয়েছি—
জোয়ারের পানিতে পা রাখাবে তুমি
ফুট ফুট চরের মাটিতে
ফিনকি দিয়ে ওঠা পানিতে।
তোমার হাসি--
মিশেরবে বাংলার মাটিতে।
তুমি সেদিনের বিদেশিনি।
খালি পায়ে বংলার মাটিতে
তুমি আমার, একান্ত আমার’।
আমার মায়ের ফুল পরি—
ফাগুনের এই প্রথম বেলায়
চারদিকে নতুন পাতার অলৌকিক স্পন্দন।
আমি আপোন খেয়ালে
দিগন্তের দিকে চেয়ে থাকব।
বাটা আর ঢগরি মাছের সাথে খেলতে খেলতে
ডুবে যেওনা যেন?
ঈশিতা, সাহারা, রূপা ওরা থাকবে ওপারে—
কিছুটা অন্ধকার-
বসন্তের গন্ধ, পালতোলা নৌকা
নানা সৌরভে ভরে থাকা বাগান।
দেখ! সবকিছু তোমার জন্য
সাজিয়ে রেখেছি তুমি আসবে বলে।
No comments:
Post a Comment