HTML

>

Saturday 27 June 2015

লেখা

বড়র পরিচয় বড়তে নয়; ছোটতে ! ছো্ট-ই বড় কে বড় করে তোলে।বড় কে তাই ছোটদের কাছে যেতে হয় বড় হয়ার জন্য। কাজটা অনেকের জন্য কঠিন হয়ে যায় অনেক সময়। ইগো প্রবলেম – আমরা যা বলি। এভাবে ছোটরা বড়দের হাত ধোরে পথ চলা শিখবে। গড়বে সমজ, উন্নত হবে চিন্তায় ও কাজে। জিবনকে খুব কাছথেকে দেখবে ভা্লবাসবে নিজেকে শ্রদ্ধার সাথে। কুন্তু সে পথ রুদধা করে দেয় যদি "বড়"। তাহলে কি করে বড় স্রষ্টি হবে?
পরশ্রীকাতরতা একটা বাংলা শব্দ যা অনেক বড়দের মধ্যে দেখা যায়। যার ফলে ছোটদের নিয়ে চলা আর হয়ে ওঠে না বড়দের। সবাই যদি একই স্থানে বসতে পারত ধর্মস্থানের মত; তাহলে কতই না ভাল হত। সুন্ধর সমাজ গড়ে উঠত, ভ্রাতিতববোধের স্পর্শ পেত মানুষ, মূল্যবোধ জন্মাত।
পাকা ফসল যেমন জমি থেকে আশা করি। তাঁর জন্য কতই না কাজ আমাদের। চাষ, মই, আগাছা দমন, পোকা দমন কত কি। তেমনি মনকে গড়ার জন্য দরকার স্নেহ, ভালবাসা, কান্না,দুঃখ, হতাশা, ব্যর্থতা, আবেগ, শেদ্ধাবোধ ইত্যাদি।

No comments:

Post a Comment